গাঁজাসহ র‌্যাবের জালে ধরা পড়লো ২ মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ মো. মামুন (২৭) এবং সোহেল রানা (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ই জানুয়ারি বুধবার আড়াইহাজার থানাধীন সরকারী সফর আলী কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযান চালিয়ে আসামীদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা, ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ অর্থ উদ্বার করে র‌্যাব। গ্রেফতারকৃত ১নং আসামী মো. মামুন কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানাধীন দুলালপুর এলাকার মো. জাকির হোসেন এর ছেলে এবং ২নং আসামী সোহেল রানা একই থানাধীন মালকী পাড়া এলাকার মো. আলী এর ছেলে।

১৯ই জানুয়ারি বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত