নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর রবিবার ৮ টায় বন্দর থানাধীন মদনপুর বাজার সাকিনস্থ জনতা সুপার মার্কেটস্থ অভিযান চালিয়ে ওই আসামীদেরকে গ্রেফতার করা হয়। ১৯ ডিসেম্বর সোমবার র্যাব ১১ এর এএসপি (সহকারী পরিচালক) মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানকালে নগদ অর্থ, ৬টি মোবাইল ও ৫ কেজি গাঁজা জব্দ করে র্যাব। গ্রেফতারকৃতরা হলো : নাজিম (২২), মো. বসির (২২), আ: কাদির (২১), মো. শুভ (২৮) এবং মো. শাহজাহান (৫০)।
মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত আসামী ৫ আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। এছাড়া মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ ও দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।