গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. আরিফুল ইসলাম ওরফে সূর্য (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । নিহত যুবক ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লা সবুজবাগের রমজান মিয়ার ভাড়াটিয়া মৃত আমিন উদ্দিন ফকিরের ছেলে। ৬ নভেম্বর রবিবার রাতে ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লা সবুজবাগ এলাকার রমজান মিয়ার ভাড়াটিয়া বাসায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আবির হোসেন (২৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, বাদী তার মা ও নিহত ছোট ভাইকে নিয়ে তল্লা এলাকায় বসবাস করে। সে গার্মেন্টস শ্রমিক এবং তার ছোট ভাই স্থানীয় ভাবে যখন যে কাজ পায় তাই করে সাধারন শ্রমিক। বাদীর ছোট ভাই নিহত সূর্য প্রায় সময় বাসার কাউকে না জানিয়ে ২ থেকে ৩ দিন বাসার বাইরে অবস্থান করতো।

২ দিন বাসার বাইরে থাকার পর রবিবার রাত সাড়ে ৬টার দিকে নিহত সূর্য বাসায় আসে। তখন তার মা জানতে চায় ২ দিন কোথায় ছিলো ? কিন্ত কোন কথার উত্তর দেয়নি। রাত সাড়ে ৭ টার দিকে নিহত তার রুমের দরজা বন্ধ করে দিয়ে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের রডের সাথে ফাঁসি দেয়।

বিষয়টি টের পেয়ে নিহতের মা  টের পেয়ে ডাক চিৎকার করে অন্যান্য ভাড়াটিয়াদের সহায়তায় মূমূর্ষ অবস্থায় ঝুলন্ত অবস্থা হইতে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার বাদীর ভাইকে মৃত ঘোষনা করে। পরে সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, আত্নহত্যার ঘটনায় নিহতের ভাই রাতেই ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

add-content

আরও খবর

পঠিত