গলাচিপায় ৭ তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক গুরুতর আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : শহরে ৭ তলা নির্মানাধীণ ভবন থেকে পড়ে গিয়ে সাইদুল হোসেন (২৮) নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। ১৭ ই আগস্ট রাত সাড়ে ৭টায় গলাচিপা, কলেজ রোড ( অধ্যক্ষ খগেন্দ্র নাথ চক্রর্বতী সড়ক ) এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। আহত সাইদুল হোসেন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার রফিক বেপারীর ছেলে। এই ভবনটির মালিক লাকী নামে একজন মহীলা বলে স্থানীয়দের কাছে জানা গেছে। এ ঘটনার পরে তাকে রক্তাক্ত অবস্থায় নরায়ণগঞ্জ ৩ শত শয্যা খানপুর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করে।

এ ব্যপারে একই নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রী সবুজ জানায়, প্রতিদিনের মত সাইদুল এখানে কাজ করতে আসে। রাতে ভবনটির নির্মাণ কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায়। এরপর আমরা শ্রমিকরা নিচে নেমে আসি এবং তাকে রক্তাক্ত পড়ে থাকতে দেখি। এসময় প্রায় ১০জন শ্রমিক ছিলাম, তৎখনাত তাকে আমরা ধরে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার তাঁর অবস্থা খারাপ বলে আমাদেরকে ঢাকায় নিয়ে যেতে বলেন।

কর্তব্যরত চিকিৎসক ডা: আব্দুল মতিন জানায়, অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় আমারা ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়ার পরার্মশ দিয়েছি। উচুঁ থেকে পড়েছে বিধায় বুকে প্রচন্ড চাপ লেগেছে। তাই নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এবং শরীরের বিভিন্ন অংশ ছিলে গিয়েছে। সম্ভবত একটি হাতের হাড় ভেঙ্গে বা মচকিয়ে গিয়েছে।

র্সবশেষ ভবন কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, নির্মাণ শ্রমিক সাইদুল হোসেন অত্যন্ত আশংকাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসময় স্থানীয় অনেকেই নির্মানাধীণ কাজে ভবন র্কতৃপক্ষের বিভিন্ন অনিয়মের অভিযোগও করেন। তবে এ ঘটনার পরে ভবনের মালিকের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে ব্যবহৃত নাম্বারটিতে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেনি।

বিস্তারিত আসছে = = = = =

add-content

আরও খবর

পঠিত