নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : শহরের গলাচিপা এলাকা থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রূপারবাড়ি এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে এ প্রানীটি হস্তান্তর করে স্থানীয়রা।
এরআগে বুধবার দুপুরে রূপার বাড়ি মাঠে ফুটবল খেলার সময় বল চলে গেলে কয়েকজন শিশু-কিশোর আল্লামা ইকবাল রোড এলাকায় এ প্রানীর সন্ধান পায়। ওইসময় পাইপের ভিতর থেকে তক্ষকটিকে ধরে আনে তারা। এরপর এলাকায় জানজানি হলে পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশের কাছে সোপর্দকালে উপস্থিত ছিলেন, মহনাগর আওয়ামীলীগের সহ সভাপতি মো. রবিউল হোসেন, পূজা উদজাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, দেলোয়ার, সুমন সহ অন্যাদন্যরা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা এস আই হায়েস জানান, আমরা খবর পেয়ে গিয়েছিলাম। তবে এ প্রানীটি আমরা প্রানী অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দিয়েছি। ওইসময় রাত হয়ে যাওয়ায় তাদেরকে অবগত করা সম্ভব হয়নি। তাই শুক্রবার দুপুরে পঞ্চবটিস্থ বন বভিাগের কর্মকর্তা আহসান উল্লাহ কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, রূপার বাড়ি এলাকার শ্রাবন, সোহাগ, শুভ, নাঈম, আরাফাত, কাউসার এ প্রানীটিকে ধরতে সক্ষম হয়েছিল। তবে তারা জানে না এটা কি প্রানী।