নারায়ণগঞ্জ বার্তা ২৪: শুক্রবার বিকেল ৫ ঘটিকায় গলাচিপা কলেজ রোড এলাকায়নারায়ণগঞ্জ ৫ আসনে সংসদ সদ্য পদে আলহাজ্ব সেলিম ওসমান সমথর্নে নারায়ণগঞ্জ নগর পঞ্চায়েত নাগরিক কমিটির উদ্ধেগে এলাকার গন মান্য বক্তিবগ্যর উপস্থিতে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত করেন আলহাজ্ব মাহবুবুর রহমান ভুইঁয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পাটির সভাপতি মুদ্দাছেরুল হক
দুলাল উক্ত মত বিনিময় সভায় মোবাইল ফোনে প্রবাস থেকে সকলের উদ্দেশ্য বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সিনিয়র সহ সভাপতি মোঃ তানবির হায়দার খান সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় পাটির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক বাবু রিপন ভাওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পাটির নেতা সায়ীদ চৌধুরী,এনামুল হক খোকা,আব্দুল কাইউম আলামিন, মতিউর রহমান মুক্তি,আজিজুল ইসলাম বাবু,মোঃ হারুন, আনেয়ার হোসেন ভুইঁয়া অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পাটির নেতা মোজাম্মেল হোসেন লিটন এছাড়া ও উপস্থিত ছিলেন জাতীয় পাটির নেতা মিরজা মনির,শেখ মনির হোসেন,মোঃ মিয়া চান শেখ শহিদুল ইসলাম সেন্টু মোঃ শাহিন রেজা,শায়েক রেজা অনি, যুবলীগ নেতা ইকবাল হোসেন,মোস্তাফা,মহিউদ্দিন পলাশ,কাজি আমীর হোসেন রবিন,আরিফ হোসেন শহীদ, আমীর হোসেন বাবু,আশরাফুল ইসলাম রোমান,মোঃ রাজা,গাজী খোকন,শওকত আলী রোমান,মোঃ নেছার মোঃ সেলিম,মোঃ রহমত উল্লা,আমীর হোসেন বাবু,চান মিয়া চান্ধু মোঃ শাহা আলম ভুট্টু ,মোঃ রাব্বি ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান ব্যক্তিবরগ সবাই সকলে নারায়ণগঞ্জ ৫ আসনে আলহাজ্ব সেলিম ওসমানের পক্ষেঔক্যবদ্ধ হয়ে কাজ করার প্রাতয় ব্যক্ত করেন।