নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সৌদি আরব সফর নিয়ে আজ ২২ অক্টোবর সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
জানা যায়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে বিস্তারিত তুলে ধরবেন। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনটি শুরু হবে।
প্রসঙ্গত, সর্বশেষ গত ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর তিনি সৌদি আরব সফর করেন। সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের সঙ্গেও বৈঠক করেন।