গণভবনে প্রবেশ করেছেন ঐক্যফ্রন্টের নেতারা, চলছে সংলাপ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের জন্য গণভবনে প্রবেশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের অন্য নেতারা।  আজ বৃহস্পতিবার  পহেলা নভেম্বর সন্ধ্যা ৭টায় এই সংলাপ অনুষ্ঠিত  হচ্ছে।

গণভবনে ড. কামালকে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে বিকেল সাড়ে ৪টায় কামাল হোসেনের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।  পরে তারা গণভবনের উদ্দেশে রওয়ানা দেন। সংলাপ শেষে ড. কামালের বাসায় সংবাদ সম্মেলন হবে বলে আমাদের সময়কে নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

সংলাপে অংশ নিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়। নাগরিক ঐক্য থেকে এর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ। জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব। ঐক্য প্রক্রিয়া থেকে সুলতান মোহাম্মদ মনসুর,আ ব ম মোস্তফা আমিন ও ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলের ২১ নেতা সংলাপে অংশ দেবেন।  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যোগ দেবেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, ড. আব্দুর রাজ্জাক, রমেশচন্দ্র সেন, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও দীপু মনি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও আইন সম্পাদক শ ম রেজাউল করিম। এ ছাড়া সরকারি জোটের নেতাদের মধ্যে জাসদ একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের আরেকাংশের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াও উপস্থিত থাকবেন।

সরকারি দলের দাবি, আলোচনা যা-ই হোক, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। অন্যদিকে ঐক্যফ্রন্টের দাবি, সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে পরবর্তী সংসদ নির্বাচন আয়োজন করার। পাশাপাশি নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিও দাবি করছে ঐক্যফ্রন্টের অন্যতম শরিক বিএনপি।

তবে সংলাপের ফল নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কারণ শেষ সময় পর্যন্ত দুই জোটই পরস্পর বিরোধী অবস্থানে থাকার দৃঢ়তা ব্যক্ত করে আজকের আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন।

add-content

আরও খবর

পঠিত