গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে  গণভবনে জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১২ আগস্ট সোমবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতা ও কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্বিজীবী এবং সকল শ্রেণী ও পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল আযহার এই দিনে প্রধানমন্ত্রীর বাসভবন সকলের জন্যই উন্মুক্ত ছিল। ঈদের নামাজ শেষ করেই রাজনীতিক, সামাজিক, পেশাজীবী থেকে শুরু করে গণভবনে সর্বস্তরের মানুষ ভীড় করেন । তবে এবারের আয়োজন কিছুটা ভিন্ন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

পরে তিনি একই স্থানে সকাল ১১টা থেকে বিচারক, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্টের কথাও স্মরণ করেন। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি এদেশের মানুষ যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার মর্যাদা রক্ষা করতে হবে।

add-content

আরও খবর

পঠিত