নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২রা সেপ্টেম্বর রবিবার আবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। এ দিন বিকাল ৪ টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিমসটেক সম্মেলনে যোগদান পরবর্তী এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
সামিট অব দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)-এর চতুর্থ সম্মেলনে যোগ দিতে গত ৩০ আগস্ট বৃহস্পতিবার নেপাল যান প্রধানমন্ত্রী। ৩১ আগস্ট শুক্রবার বিকালে তিনি দেশে ফিরে আসেন।
বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে বৈঠক করেন। সাধারণত কোনো দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। তবে সংশ্লিষ্ট সফর ছাড়াও সেখানে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা। গত মে মাসে সবশেষ সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী।
এবারের সংবাদ সম্মেলন যখন অনুষ্ঠিত হচ্ছে এর কয়েক মাসের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এর আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। এছাড়া রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে আসা-না আসা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
দেশের রাজনীতিতে আগামী কয়েকটি মাস অত্যন্ত গুরুত্ব হিসেবে দেখছেন রাজনীতির বিশ্লেষকরা। স্বাভাবিক ভাবেই এবারের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনও বিশেষ গুরুত্ব বহন করছে।