নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গড ফাদারদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি রাজনীতিতে এসেছি। আমি রাজনৈতিক পরিবারের সন্তান হলেও ১৮ বছর দেশের বাইরে কাটিয়েছি। দেশে ফিরে চিন্তা করেছিলাম ছোটখাট ব্যবসা দিয়ে জীবনটা কাটিয়ে দিবো। কিন্তু বাংলাদেশে এসে ব্যবসা প্রতিষ্ঠান দেয়ার পর স্থানীয় এক গড ফাদার আমার কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। সেই দিন থেকে আমার ব্যবসা বন্ধ করে রাজনীতিতে যোগ দিয়েছি। আমার মা শাহানা খানম চৌধুরী নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আমিও রাজনৈতিক পরিবারের সন্তান। গডফাদারদের অত্যাচারের প্রতিবাদ করার জন্য আমার বন্ধু নুরুল ইসলামের সাথে এড. আবুল কালাম ভাইয়ের নেতৃত্বে বিএনপিতে যোগদান করি। শনিবার ১৬ সেপ্টম্বর ১৩নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান উদ্ভোধন কালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৩নং ওয়ার্ড বিএনপি নেতা এড.রিয়াজুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত্ব ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি নুর ইসলাম সরদার।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড.আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এড.জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, আয়সা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, শওকত হাশেম শকু, কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, বিএনপি নেতা এড.আনিছুর রহমান মোল্লা, এড. শিমু, হানফি সরদার, অহিদুল ইসলাম ছক্কু, মাহমুদুর রহমান, জাহাঙ্গীর সরদার, বাদশা সরদার, কামরুল ইসলাম কামু, মহিলা নেত্রী জোবায়েদা নাছরিন, সদর থানা শ্রমিক দল সভাপতি মনির মল্লিক, মহানগর স্বেচ্ছা সেবক দল নেতা আবু আল বেলাল খান, রোমা, দুলাল হোসেন, আব্দুর রশিদ হাওলাদার, আলী ইমরান শামীম, মানকি সরকার, ছাত্রদল নেতা সাইদুর রহমান আরিফ, সিজান প্রমূখ।