নারায়ণগঞ্জ বার্তা ২৪ : খোলা খাবার না খেলে, অনেক রোগ থেকে মুক্তি মিলে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সমন্বয়ে লাইফষ্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা ব্যুরো ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা.সাইফুল ইসলাম।
এসময় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় কর্মশালা বিষয়ে উপস্থপনা করেন আজমেরী ইন্টারন্যাশনালের প্রধন নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও এম এইচ সুমন। এছাড়াও উপস্তিত ছিলেন, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের ট্রেনিং কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, জেলা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন সহ জেলা-উপজেলার নানা পেশাজীবী কর্মকর্তাগণ।