নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে ওয়ারেন্ট হওয়ায় মানববন্ধন করছে তার সমর্থকগোষ্ঠী। শনিবার (২৩ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এসময় মহানগর আওয়ামীলীগ, শ্রমিক লীগ, তাতীঁ লীগ সহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্যকালে মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা বলেন, খোকন সাহা কর্মীবান্ধব নেতা। তার কিছু হলে আমরা ঘরে বসে থাকতে পারি না। খোকন সাহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় আওয়ামী লীগের সেক্রেটারির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মেনে নেওয়া যায় না। তার বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সিটি মেয়রের উদ্দেশ্যে বলেন, দেশে বিভিন্ন সিটি কর্পোরেশন কত সুন্দর, কিন্তু নারায়ণগঞ্জ কিন্তু এমন না। আপনি কাজ করেছেন, যদি বলি আপনি কাজ করেন নাই তাহলে আমার দলের বদনাম হবে। কাজ করেছেন কিন্তু আপনি মানবিক হতে পারেন নাই। রাস্তা করতে করতে আপনার মনটাও ইট পাথরের মতো হয়ে গেছে। খোকন দাদা লাখ লাখ টাকা ইনকাম করে কর্মীদের বিলিয়ে দেয়। তার ঘর এখনো টিনের, ঝড় বৃষ্টিতে এখনো তার বাসার চাল থেকে পানি পড়ে, কষ্ট করে জীবন যাপন করে। বিনা পয়সায় মামলা করে মানুষের পক্ষে লড়েন। আর সেই মানুষের বিরুদ্ধে আপনি মামলা করলেন আবার ওয়ারেন্ট আনলেন। আপনি জানেন আগামী ৫ বছরের জন্য তো আর খোকন সাহাকে আমার দরকার নাই। আবার যখন দরকার পড়বে, তখন নানক ভাই, আজম ভাইকে এনে হাতে পায়ে ধরবেন। তাই আপনাকে বলবো আগে মানবিক হন, তারপর কথা বলবেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালার সঞ্চালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক জিএম আরমান, মহানগর তাঁতি লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির, মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন রাসেল, সদস্য এসএম পারভেজ, সোনারগাঁয়ের শ্রমিক লীগ নেতা মশিউর রহমান শামীমসহ আরো অনেকে।