খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মিছিলে পুলিশের বাধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় যুবদল ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। ৫ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ঘন্টা ব্যাপী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সিনি: সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো, সিদ্ধিরগঞ্জ থানা সাধারন সম্পাদক জুয়েল প্রধান, বন্দর থানা সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলার সহ-সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু বলেন, খালেদা জিয়ার প্রতি সরকার অবিচার করছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই। অন্যান্য বক্তারাও অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।

সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আওয়ামী দু:শাষনে পুরো দেশটা আজ কারাগারে পরিনত হয়েছে। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবন বাজি ধরছেন। আমাদের জীবন বাজি রাখতে হবে দেশনেত্রীকে জালিমের কারাগার থেকে মুক্ত করতে। খোরশেদ বলেন অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা-কর্মীরা স্বেচ্ছায় কারা বরণ করে প্রমান করবে শহীদ জিয়ার আর্দশের সন্তানেরা এখনো বেচেঁ আছে।

বিক্ষোভ সমাবেশ শেষে কয়েকশত নেতা-কর্মী নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশেষের সাথে নেতা-কর্মীদের বাক-বিতন্ডতা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে নেতা-কর্মীদের ছত্র ভঙ্গ করে দেয়।

add-content

আরও খবর

পঠিত