খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ বিএনপির মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা। বুধবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা ও সাড়ে ১১টায় মহানগর বিএনপি কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহামুদ, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্য পায়তারা করছে সরকার। কোনো অবস্থাতেই খালেদা জিয়াকে জেলে রেখে এ দেশের মাটিতে নির্বাচন হতে দেওয়া যাবে না।

add-content

আরও খবর

পঠিত