নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে থামিয়ে দেয়ার চক্রান্ত। শুক্রবার ১৮ নভেম্বর সকালে শহরের ডিআইটি রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মহানগর মৎসজীবী দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের বর্তমান বৈরী পরিস্থিতিতে নাসিক নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহনের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নারায়ণগঞ্জের তৃনমূলের নেতাকর্মীরা দেশনেত্রীর এই সিদ্ধান্তে উজ্জীবীত। সেই সাথে আমরা আপামর নারায়ণগঞ্জবাসীর পক্ষে দেশনেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিবাদ সভা শেষে দলীয় কার্যালয়ে এটিএম কামাল বিভিন্ন গনমাধ্যমে নাসিক নির্বাচন নিয়ে কথা বলেন। কেন্দ্র থেকে নাসিক নির্বাচনে বিএনপির অংশগ্রহনের খবর শুনে সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কার্যলয়ে ভীড় করতে থাকে দলের কৌতুহলি নেতাকর্মীরা। এসময় আসন্ন নাসিক নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশি এটিএম কামাল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের সাথে নির্বাচন বিষয়ে কথা বলেন।
এসময় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের য্গ্মু আহ্বায়ক মনির মল্লিক, মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, মৎসজীবী দলের শাহরিয়ার চৌধুরী ইমন, মহানগর ছাত্র দলের মাকিদ মোস্তাকীম শিপলু, মোঃ তুষার প্রমুখ।
অন্যদিকে দুপুরে নিজ এলাকা মিশনাপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে এটিএম কামাল এলাকার মুসল্লিদের কাছে দোয়া চান ও সেখানে উপস্থিত গনমাধ্যমের সাথে কথা বলেন।