নারায়ণগঞ্জ বার্তা ২৪ : টেকনাফ যাওযার পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিবাদন ও স্বাগত জানিয়ে শো-ডাঊন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। শনিবার সকাল ৯ টা থেকে নারায়ণগঞ্জ বিএনপির প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান ও মহানগর যুবদলের আহবায়ক সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,যুগ্ম আহবায়ক মমতাজউদ্দিন মন্তু,আনোয়ার হোসেন আনু,রানা মুজিব,জুয়েল প্রধান,জুয়েল রানা,সাগর প্রধান,বন্দর থানা যুবদলের সভাপতি আমীর হোসেন,বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু,সহ-সভাপতি নজরুল ইসলাম ও সিদ্ধির গঞ্জ থানা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্ব মহানগর যুবদলের বিভিন্ন থানা ইঊনিটের শত শত নেতাকর্মী ব্যানার,ফেস্টুন হাতে সাইনর্বোড চত্বরে অবস্থান নেয়।
সকাল ১১টায় বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক যুবদল সভাপতি বরকতউল্লাহ ভুলু,ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড.আঃসালাম ও পরে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব,সহ-সভাপতি মোরতাজুল করীম বাদরু,সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান মহানগর যুবদলের নেতাকর্মীদেও অনুরোধে তাদেও গাড়ী বহর থামিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কার্যক্্রমের ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানান।দেশনেত্রীর গাড়ীকে ঘিরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা উত্তাল মিছিল শুরু করলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাত নেড়ে তার জবাব দেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বন্দর উপজেলা ইউনিটের সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারন সম্পাদক শহীদুল ইসলাম রিপন ও যুগ্ম সাধারন সম্পাদক শাহীন আহম্মেদ ও জাহিদ খন্দকারের নেতৃত্বে মদনপুরে এবং সিদ্ধিরগঞ্জ থানা যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পিন্টু, জাহাংগীর আলম, নাদিম শিকদার, ডাঃ মুছা, মোঃ ইব্রাহিম, আক্তারুজ্জামান আক্তার, আসলাম হোসেন, নজরুল ইসলাম, মিজান, ফয়সাল মাহমুদ, মন্জু মিয়া, সিদ্দিরগন্জ থানা যুবদলের শতাধিক নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাচপুর ব্রীজে স্বাগত জানান।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর খোরশেদ বলেন, খালেদা জিয়াকে মামলার ভয় দেখিয়ে গণতন্ত্র পুনুরুদ্দারের আন্দোলনকে দামিয়ে রাখা যাবে না। পুলিশ দিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ।জন জোয়ার সৃষ্টি হয়েছে,অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গনতন্ত্র পুনুরুদ্ধার হবে।
আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা রিটন দে, ইউনুছ খান বিপ্লব, আব্দুর রহমান, আল আমিন খান, মাহাবুব হাসান জুলহাস, রানা মুুন্সি, সরকার লিমন, মোঃ শহীদ, মোঃ মিঠু আহম্মেদ, ওসমান গনি, মুহিন আহম্মেদ রিপন, সরকার মুজিব, আল-মামুন, আকতার হোসেন অপু, সামছুল আলম, রাসেল মনির, আফতাব, জানে আলম দুলাল, গাজী সোহেল, আফতাবউদ্দিন, মেহদী হাসান রাজু প্রমুখ।