খালেদা জিয়া ও খোরশেদ এর মুক্তির দাবী জানিয়েছেন আনিছূর রহমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস রিলিজ ) : নারায়ণগঞ্জ মহানগর ২৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইটালীস্থ রোম শহরের বিএনপির যুগ্ম সম্পাদক আনিছূর রহমান আনিছ শিকদার বাংলাদেশে তিন  বারের নির্বাচিত সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তিন বারের ১৩ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মাকছূদুল আলম খন্দকার খোরশেদকে মামলায় পরিকল্পিত ভাবে জেলে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছেন।

আনিছ শিকদার তার প্রতিক্রিয়ায় বলেন ভোটার বিহিন সরকার বি এন পির নেতা কর্মীকে ভয় পান বিধায় শেখ হাসিনা নানা রকম পথ অবলম্বন করে জ্বলে পুড়ছে। এই দেশের দুই তৃতীয় অংশ মানুষ বিএনপি কে ভালবাসে। সেই প্রতিহিংসা ফেলে পুলিশ প্রশাসনকে দিয়ে অপকর্ম করাচ্ছে। দেশকে এক নায়কতন্ত্র করার হীন চক্রান্ত করে চলছে। শহীদ জিয়ার সৈনিকরা বেচেঁ থাকতে সেই চেষ্টা কখনো সফল হতে পারবে না।দেশ নেএী বেগম খালেদা জিয়ার নির্দেশে দৃর্বার আন্দোলন গড়ে তোলা হবে।এ ছাড়া ও সকল রাজ বন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার সহ মুক্তির দাবী জানান।

add-content

আরও খবর

পঠিত