নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আরোগ্য কামনায় মিলাদ এবং দোয়ার আয়োজন করেন মহানগর বিএনপি। শুক্রবার (২৭ এপ্রিল) বাদ জুম্মা আমলাপাড়া আশরাফিয়া জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম, সহ-সভাপতি নুরুল ইসলাম সরদার, ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মহানগর বিএনপি নেতা সোলেইমান, জেলা জিয়া সাংসদ এর সভাপতি শহীদুল ইসলাম রিপন, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক ফজলুল হক, মহানগর স্বেচ্ছা সেবক দল নেতা দুলাল হোসেন, আব্দুর রশিদ হাওলাদার, রাব্বী হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামল এর ছেলে নাহিন মোজতাবা সোহান, অত্র এলাকার সমাজ সেবক হানিফ সরদার, বাদশা মিয়া, আনিছুল হক হীরা, ফরিদ মিয়া, খোকন মিয়া, বাদল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ মিলাদ মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ তার আরোগ্য কামনায় দোয়া করা হয়। সেই সাথে অ্যামেরিকায় চিকিৎসারত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ অসুস্থ ও কারাগাড়ে আটক সকল নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।
একই সাথে মহানগর আওতাধীন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।