খালেদার মুক্তির শ্লোগানে তৈমূরের বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কমিটির নেতারা যখন গুটিয়ে যাচ্ছিলেন ঠিক এমন সময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ব্যানারে বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে মুখরিত হয়ে স্বাধীনতা দিবসের দিন বিশাল শোডাউন করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে শহরে শোডাউন করে চাষাড়া বিজয় স্তম্ভে সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তৈমূর আলম খন্দকার।

এদিনটিতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কমিটিরা নেতারা। হাতে গোনা নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কমিটির নেতারা। জেলা ও মহানগর বিএনপির কমিটির নেতাদের ক্ষুদ্র পরিসরের নিচে কর্মসূচি ঢাকা পড়ে গেল তৈমূর আলম খন্দকারের বিশাল শোডাউনে।

জানাগেছে, সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে জড়ো হন তৈমূর আলম খন্দকার। জেলার রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর ও ফতুল্লার কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হন। পরে নিতাইগঞ্জ থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ব্যানারে বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া, ২নং রেলগেট, উকিলপাড়া হয়ে চাষাড়া গোল চত্ত্বরে বিজর স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তৈমূর আলম খন্দকার।

তৈমূর আলম খন্দকারের এ বিশাল শোডাউনে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সাবেক সেক্রেটারি সম নুরুল ইসলাম, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি সদ্য কারামুক্ত সুরুজ্জামান, কেন্দ্রীয় ওলামাদলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী সামসুর রহমান খান বেনু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সেক্রেটারি এমএ হালিম জুয়েল, বিএনপি নেতা মাজিদুল ইসলাম, বন্দর থানা বিএনপির সভাপতি নুরউদ্দীন আহমেদ, সেক্রেটারি মাজহারুল ইসলাম হিরণ, বন্দর শহর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল হামিদ খান ভাসানী ভুইয়া, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, সোনারগাঁও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি হুমায়ুন কবির রফিক, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আজিজ আল মামুন, আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট সামসুজ্জামান খান খোকা, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দীন মš‘, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগম, মহানগর মহিলা দলের আহ্বায়ক রাশিদা জামাল, যুগ্ম আহ্বায়ক সাজেদা খাতুন মিতা, সোনারগাঁও মহিলা দলের নেত্রী রুমা আক্তার, আড়াইহাজার মহিলা দলের সভাপতি পারভীন আক্তার, ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, বন্দর উপজেলা যুবদলের সেক্রেটারি শহিদুল ইসলাম রিপন, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি সোহেল খান বাবু, যুবদল নেতা মাহাবুবুল হাসান জুলহাস, গাজী মনির হোসেন, যুবদল নেতা রাসেল আহমেদ মনির, ইসলেহ উদ্দীন, মোহাম্মদ শহীদ, ছাত্রদল নেতা রাফিউদ্দীন রিয়াদ, শাহাদুল্লাহ মুকুল, জেলা শ্রমিকদলের আহ্বায়ক নাসির উদ্দীন, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক গিয়াসউদ্দীন প্রধান, মহানগর শ্রমিকদল নেতা ফারুক হোসেন, শাহজাহান মিয়া, সেলিম মিয়া, বিল্লাল হোসেন, জামাল সরদার, শ্রমিকদল নেতা রবি মেম্বার প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত