খান সাহেব ওসমান আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দু:স্থদের কাপড় বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ভাষা সৈনিক খান সাহেব এম ওসমান আলীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  দু:স্থদের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। শুক্রবার ০৯ মার্চ সকালে গরীব ও দুস্থদের মাঝে এ কাপড় বিতরণ করেছে তার পরিবার। চাঁনমারী শাহী দরবার সংলগ্ন খাজা হাফেজ এখলাসপুরী মাদ্রাসা প্রাঙ্গণে এই কাপড় বিতরণ করা হয়।

আগামী ১৯ মার্চ অবিভক্ত বাংলার এম.এল.এ বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর প্রশংসিত ( সবুজ বাংলা ) পত্রিকার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ১৯৫২ এর বাংলা ভাষা আন্দোলনের নির্যাতিত সৈনিক ছিলেন খান সাহেব এম ওসমান আলী।

এসময় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫আসনের প্রয়াত সাংসদ আলহাজ¦ নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান, ভাষা সৈনিক এম ওসমান আলীর পুত্র আল মামুন সারোয়ার ননি, পুত্রবধূ আলেয়া সারোয়ার, মো.রমজান আলী, হাবিব উদ্দিন ডাবলু,কাইয়ুম পারভেজসহ ওসমান পরিবারের অন্যান্য সদস্যরা।কাপড় বিতরণ শেষে ভাষা সৈনিক খান সাহেব ওসমান আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, আগামী ১৯ মার্চ ভাষা সৈনিক খান সাহেব এম ওসমান আলীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওইদিন বাদ জোহর চাষাঢ়ার ঐতিহ্যবাহী বায়তুল আমানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত পরিচিতি

নারায়ণগঞ্জেরই কৃতী সন্তান ছিলেন ওসমান আলী।তিনি একাধারে ছিলেন একজন রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী এবং একজন শিক্ষানুরাগী এমএলএ। ছাত্রজীবনে ১৯২০ সালে কলকাতায় বেকার হোস্টেলে থাকতেন।সে সময়ে তরুণ ব্যারিস্টার শহীদ সোহরাওয়ার্দী সাহেবের ইংরেজিতে তুখোড় বক্তৃতা শুনে ওসমান আলীসহ অনেকেই মুগ্ধ হন। পরবর্তীতে দেশবন্ধু চিত্তরঞ্জন ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং ডিগ্রি পরীক্ষা বর্জন করেন।শুধু তাই নয়, ডিগ্রি পাস করে তৎকালীন মুসলমান কোটা অনুযায়ী লোভনীয় সরকারি চাকরি,বিশেষত শেরে বাংলার সহযোগিতায় সাব রেজিস্ট্রি অফিসের চাকরির সুযোগ গ্রহণ না করে বরং তিনি সাংবাদিকতা এবং ব্যবসায় আত্মনিয়োগ করেন।

তিনি শিল্প এবং সাহিত্যে অনুরাগী ছিলেন। যার ফলে ৩০-এর দশকে সাংবাদিক হিসেবে নারায়ণগঞ্জ থেকে সবুজ বাংলা নামে মাসিক পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।ড. মুহম্মদ শহীদুল্লাহ কিছুদিন এই পত্রিকা সম্পাদনা করেছিলেন। সেই সময়ে ওসমান আলী রচিত আট ইয়ারের বৈঠক নামক ধারাবাহিক গল্প প্রতিযোগিতায় বিভিন্ন সাহিত্যিক গল্প প্রকাশ করতে থাকেন।বিশ্বকবি রবীন্দ্রনাথ,অবনীন্দ্রনাথ ঠাকুর,বিদ্রোহী কবি কাজী নজরুল, সাহিত্যিক আবুল মনসুর আহমেদ, কবি বেনজীর আহমেদ,পল্লীকবি জসিম উদ্দীন,বন্দে আলী মিয়া,সাহিত্যিক মোহিতলাল মজুমদার, আব্দুল ওয়াদুদ প্রমুখের রচনায় সমৃদ্ধ ছিল সবুজ বাংলা।

পাট ব্যবসার কেন্দ্র এইরূপ সমৃদ্ধ সবুজ বাংলার প্রকাশক ওসমান আলীকে বিশ্বকবি লিখেছিলেন: ‘ভেবেছিলুম নারায়ণগঞ্জ শহরটি একটি ব্যবসা কেন্দ্র। কিন্তু এখান থেকেও সুন্দর সাহিত্য প্রকাশনা দেখে মুগ্ধ হলুম। সবুজ দেশের অঙ্গে অঙ্গে সবুজ বাংলা মুখরিত হয়ে উঠুক, এই কামনা করি’। আশীর্বাদক শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজ বাংলার কার্যালয় ছিল নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ তার নিজস্ব বাসভবন ‘বাইতুল আমান’।কবি-সাহিত্যিকদের নিয়মিত প্রকাশনা ছাড়াও তখন প্রায়ই কবি-সাহিত্যিক এবং সংগীতের আসর বসতো এই বাইতুল আমানে। কবি জসিম উদ্দীন এবং সংগীত স¤্রাট আব্বাসউদ্দীন এই আসরে প্রায়ই আসতেন।সাহিত্যের পাশাপাশি তিনি অত্যন্ত শিক্ষানুরাগীও ছিলেন।১৯৩৮ সালে তার নিজ জেলা কুমিল্লার জামালকান্দিতে তিনি ওসমানিয়া হাইস্কুল ও মসজিদ প্রতিষ্ঠা করেন।

add-content

আরও খবর

পঠিত