নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর থানা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদের সুস্থ্যতা কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা বন্দর আমিন আবাসিক এলাকা আল-আমিন জামে মসজিদ, বন্দর বেবীস্ট্যান্ড, গাউসুল আজম জামে মসজিদ ও লেজারার্স জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
বন্দর থানা আ.লীগ নেতা এমএ রশিদের আশু সুস্থ্যতা কামনা করে ছাত্রলীগ নেতা খান মাসুদ বলেন, প্রবীণ এ নেতার হাত ধরেই আমরা রাজনীতির অনেক কিছু শিখেছি। তিনি আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু। বিভিন্ন রাজনৈতিক মাঠে কর্মীদের নিয়ে তার উপস্থিতি সরব থাকে। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার অবদান অনস্বীকার্য্য। আমরা এ নেতার দ্রুত সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি দানবীর সাংসদ একেএম সেলিম ওসমান ও শামীম ওসমানের দীর্ঘজীবন কামনা করি।