খানপুর ক্রিকেট একাডেমীকে হারালো নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগ ২০২১-২২ এর ২য় ম্যাচে খানপুর ক্রিকেট একাডেমীকে ৪৬ রানে হারিয়েছে নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাব। ৩ই জানুয়ারি সোমবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সকালে টস জিতে নয়ন মেমোরিয়াল প্রথমে ব্যাট করে নিধাৃরিত ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে ২০৭ রান তোলে।

সায়েম ৩ চার ও ৪ ছয়ে করেন ৫২ রান। চয়ন ফিরেন ৩ বাউন্ডারিতে ৩৭ রানে। অধিনায়ক আবু হুজাইফা ২ চারে ফিরেন ২১ রানে। নাঈম ১৫ এবং জিহান করেন ১৭ রান। তাদের ইনিংসকে সমৃদ্ধ করে অতিরিক্ত রান ৪৩। খানপুর ক্রিকেট একাডেমীর সায়েম ৩টি এবং রাকিবুল ও ইব্রাহিম ২টি করে উইকেট পান। জবাব দিতে গিয়ে খানপুরের দলটি ১৬১ রানে অলআউট। ইব্রাহিম ও অধিনায়ক রাকিবুল কিছুটা লড়েছেন। ইব্রাহিম ফিরেন ৪ চারে ৩৭ এবং রাকিবুল ৩ চারে ৩৪ রানে। নাহিদ আউট হন ১১ রানে। আব্দুল্লাহ মামুন ফিরেন ১৮ রানে।  নয়ন মেমোরিয়ালের শাওন ৩টি এবং অন্তর ২ উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর :

নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাব : ২০৭/১০(৪২.১ ওভার) সায়েম-৫২, চয়ন-৩৭, আবু হুজাইফা-২১, নাঈম-১৫, জিহান-১৭, সিয়াম-১৩। অতিরিক্ত-৪৩। সায়েম-৩/৪২, রাকিবুল-২/২৬, ইব্রাহিম-২/৩৯।

খানপুর ক্রিকেট একাডেমী : ১৬১/১০(৪৬ ওভার) ইব্রাহিম-৩৭, রাকিবুল-৩৪, আব্দুল্লাহ মামুন-১৮। অতিরিক্ত-৩৯। শাওন-৩/২৮,অন্তর-২/২৫।

আজকে ৪ঠা জানুয়ারি মঙ্গলবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সকাল ৯টায় খেলায় মুখোমুখি হবে : দূর্বার ক্রিকেট ক্লাব ও মোহাম্মদ শরীফ ক্রিকেট একাডেমী।

add-content

আরও খবর

পঠিত