খাদিজা হত্যাচেষ্টায় বদরুলের বিচার শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রির্পোট ) : সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ( বহিস্কৃত ) বদরুল আলমের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। চার্জশিট গ্রহণের মাধ্যমে এ মামলায় বদরুলের বিচার শুরু হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সারাবন তহুরা বদরুলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। পরে বিচার শুরুর জন্য আসছে ২৯ নভেম্বর শুনানির দিন ঠিক করেন।

আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান জানান, আদালত খাদিজা হত্যা চেষ্টা মামলায় বদরুলের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দেন।

গত ৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শাহ পরাণ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ বদরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আদালত তা গ্রহণ করে বিচার শুরুর জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান।

প্রসঙ্গত,  গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজের পরীক্ষা দিতে যাওয়ার সময় বদরুল নৃশংসভাবে কুপিয়ে আহত করে খাদিজাকে। খাদিজার ওপর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা প্রতিক্রিয়া দেখা দেয়। খাদিজার ওপর হামলার পরপরই বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এমসি কলেজের শিক্ষার্থীরা।

গত ৪ অক্টোবর এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় মামলা দায়ের করেন খাদিজার চাচা আবদুল কুদ্দুস। গত ৫ অক্টোবর হামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় বদরুল। হামলার পর খাদিজাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত