নারায়ণগঞ্জ বার্তা ২৪: দীর্ঘ দিন কাত হয়ে থাকা অপেক্ষারত পুরাতন বিশাল কড়ই গাছটি অবশেষে ভেঙ্গে পড়েছে । ১২ জুলাই মঙ্গলবার দুপুরে একটি চলন্ত কাভার্ড ভ্যনের সাথে ধাক্কা খেয়ে ভ্যনের উপরই গাছটি ভেঙ্গে পড়ে ভ্যান চালক সামান্য আহত হলেও বড় ধরনের কোন ক্ষতি সম্পন্ন হয়নি।
এলাকাবাসীর সুত্রে জানা যায় ঢাকা গামী একটি কাভার্ড ( চট্র মেট্রো-ট-১১-৪৯২১ ) ঐ স্থান অতিক্রম করার সময় পাশ্ববর্তী হেলে পড়ে থাকা বিশাল কড়ই গাছের একটি ডালের সাথে সংঘর্ষ ঘটলে গাছটি বিকট শব্দে গাড়ীর উপর পড়ে যায় এতে গাড়ীর সামনের কাচ ভেঙ্গে দুমরে মুচড়ে যায় । দূর্ঘটনায় গাড়ীর ড্রাইভার সামান্য আহত হয়। পড়ে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ গাছটি সরিয়ে নেবার ব্যবস্থা করে।
প্রসঙ্গত ফতুল্লা পোষ্ট অফিস ও লঞ্চ ঘাট এলাকায় কয়েকটি বিশাল মড়া কড়ই গাছ দাড়িয়ে আছে এবং প্রতিনিয়ত এগুলোর ডাল-পালা ভেঙ্গে পড়ে পথচারী ও গাড়ীর যাত্রীরা আহত হচ্ছে। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষের এই মড়া গাছ গুলি দ্রুত অপসারন করা অতীব জরুরী হয়ে পড়েছে।