নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর পরিবারকে এক মাসের মধ্যে উচ্ছেদের হুমকি দেওয়া সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন ক্ষমা চেয়েছেন। শনিবার (১৮ মে) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে তিনি ক্ষমা চেয়েছেন।
এরআগে ১৬ মে রাতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ওতনা এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন বাবু আওয়ামী লীগ নেতা ও স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর চৌধুরী বিরুকে উদ্দেশ করে গালাগাল করেন ও হুমকিধমকি দেন।
পরের দিন তাঁর এক সমর্থক সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকার প্রয়াত নাসির মেম্বারের ছেলে রাসেল উদ্দিন আওয়ামী লীগে ভোট না দিলে ভোটকেন্দ্রে না আসার জন্য প্রকাশ্য জনসভায় ভোটারদের হুমকি দেন। এসবের পরিপ্রেক্ষিতে ১৭ মে ২৪ ঘণ্টার মধ্যে বাবুল হোসেনকে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিলের বিষয়ে কেন নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না মর্মে শোকজ করা হয়।
শনিবার বিকেলে বাবুল হোসেন বাবু অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বির অফিসে গিয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে জানান, বাবুল হোসেন বাবু এসে লিখিতভাবে তাঁর দেওয়া হুমকি ও বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এমন আর হবে না বলে জানিয়েছেন। ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে তাঁর ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এ প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা জানান, এ ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে।