ক্ষমতায় প্রথম কাজ শীতলক্ষ্যা সেতু নির্মাণ : হুসেইন মুহাম্মদ এরশাদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো:সহিদুল ইসলাম শিপু ) : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমি যখন ক্ষমতায় ছিলাম তখন নারায়ণগঞ্জে রাস্তা ঘাট নির্মাণ করেছি। সড়কের ব্যাপক উন্নয়ন করেছি। উপজেলা করেছি। আগামীতে যদি ক্ষমতায় আসি তাহলে আমার প্রথম কাজ হবে শীতলক্ষ্যা সেতু নির্মাণ। ওসমান পরিবারকে নারায়ণগঞ্জবাসী ভালবাসে বিধায় আজ এখানে জনসমুদ্রে পরিনত হয়েছে। আমি যখন নারায়নগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ,কে,এম সেলিম ওসমানকে প্রথম দেখি সেদিন তাকে আমি পছন্দ করতাম না। কারন আমি মোটা মানুষকে পছন্দ করিনা। কিন্তু তার কথা বার্তা আমার কাছে ভালো লেগেছে। যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত রাস্তাটি আমার সরকারের আমলে করা। আজ আমি বন্দরে এসে একটি জিনিস উপলদ্ধি করতে পেরেছি। আমার দলিয় সংসদ সদস্য তার ব্যাক্তিগত তহবিল থেকে বন্দরে যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতায় তিনি এ আসনে বার বার সংসদ সদস্য র্নিবাচিত হবে বলে আশা প্রকাশ করছি। যার কারনে আজ আমার এখানে আসা । আমি প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ৩১ জুলাই সোমবার বিকেল ৪টায় বন্দর চৌধূরীবাড়ীস্থ নাসিম ওসমান মডেল হাইস্কুল এর উদ্ধেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন জাতীয়পার্টির মহা-সচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ চৌধূরী এমপি, নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. রশিদ, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর থানা বিএনপি সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ৪ আসনের এমপি এ.কে.এম শামীম ওসমান, বন্দর উপজেলা র্নিবাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম, প্রয়াত এমপি নাসিম ওসমানের সহধর্মীনি নাছরিন ওসমান, এমপি সেলিম ওসমানের সহধর্মীনি পারভিন ওসমান, এমপি শামীম ওসমানের সহধর্মীনি লিপি ওসমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজ, মহানগর জাতীয়পার্টির আহবায়ক সানাউল্ল্যাহ সানু, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা এনায়েত হোসেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা সামছুজ্জোহা, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা বাবুল, মাহবুর রহমান কমল ও ছাত্রলীগ নেতা খান মাসুদ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত