ক্ষমতার জন্য আওয়ামী লীগ না : ভিপি বাদল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রি‌পোর্টার) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ব‌লেছেন, ক্ষমতার জন্য আওয়ামী লীগ না। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের জন্য রাজনীতি করে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করতে গিয়ে নিজের জীবনকে বাজি রেখেছেন। আমরা কি তার জন্য কাজ করতে পারিনা। আমাদেরও দায়িত্ব রয়েছে। তাই আসুন আগামীতে দেশের স্বার্থে পূণরায় আমরা আওয়ামী লীগ সরকার গঠন করি। এছাড়া বিকল্প নাই। ওই বিএনপি জামাতকে আর কখনই ক্ষমতায় আসকে দেয়া যাবে না। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শেখ নিজাম স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে দেওভোগ এলাকায় একটি কনভেনশন হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদুর রহমান খসরু। আলোচনা সভা শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নিয়াজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লী‌গের কার্যকরী সদস‌্য আতাউর রহমান নান্নু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলী‌গের সা‌বেক নেতা রিয়াদ হো‌সেন সহ আরো অনেকেই।

এরআগে শহরের দুই নং রেলগেইট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে নারায়ণগ‌ঞ্জের বিভিন্ন স্প‌টে শোক দিব‌স উপল‌ক্ষে আয়ো‌জিত দোয়া ও খাবার বিতরণ কর্মসূচী‌তে অংশগ্রহন ক‌রেন ‌ভি‌পি বাদল। এর ম‌ধ্যে উল্লেখ‌যোগ্য স্পটগু‌লো হ‌লো নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশ‌নের ১৩ নং ওয়ার্ডের গলা‌চিপা, চাষাড়া, ১৬নং ওয়া‌র্ডের দেও‌ভোগ, ১২নং ওয়া‌র্ডের ডন‌চেম্বার, মিশনপাড়া মোড়, খানপুর, ‌শেখ নজাম স্মৃ‌তি সংস‌দের প‌ক্ষে শাহীন সরকারের স্পট, সদর থানা, ভুইগড়, মদনপ‌রে দুইটি স্পট, মুসাপু‌রে আলমগী‌রের স্পট, বঙ্গবন্ধু পাঠাগার আয়ো‌জিত সাইফু‌লের স্পট, পুরান  সবুজ, মিশু, শাহাদাৎ, সোহরাওয়ার্দী আয়ো‌জিত বন্দর রেল লাইন স্পট, আলমাস ভুইয়া আয়ো‌জিত ঘার‌মোড়া লক্ষ্মন‌খোলা স্পট, জাঙ্গাল প্রাইমারী স্কুল স্পট ও কেওঢালা স্পট সহ বি‌ভিন্ন স্পট।

add-content

আরও খবর

পঠিত