নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শনিবার ২৩ ডিসেম্বর সারাদিন উৎসব, উৎকন্ঠার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন। ক্লাব কোন রাজনৈতিক প্রতিষ্ঠান না হওয়া সত্বেও সভাপতি প্রার্থীদের সাথে নানা ভাবে নারায়ণগঞ্জের দুই প্রধান রাজনৈতিক ব্যাক্তিত্বের সংযোগ এবং সমর্থন এ নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করে। ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে ১২১১ ভোটার থেকে ৯৯৮ জন তাদের রায দেন। ৬৮৯ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন তানভীর আহমেদ টিটু, মাহাবুবুর রহমান মাসুম পান ২৯৮ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে ৬৮০ ভোটে নির্বাচিত হন ডা. একেএম শফিউল আলম ফেরদৌস। তার নিকটতম প্রতিদ্বন্দী ইকবাল হাবিব পেয়েছন ২৯৫ ভোট। বাতিল হয়েছে ১৯ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হন শেখ হাফিজুর রহমান, তিনি পেয়েছেন ৪৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি এড. হুমায়ুন কবির পান ১৯৮ ভোট। এছাড়া সহ সভাপতি পদে মাহফুজুর রহমান খান মাহফুজ ১৮০ ভোট ও সেলিম আহমেদ হেনা ৮২ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে বাতিল হয়েছে ৭২টি ভোট।
এছাড়া ৮ জন কার্যকরী সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করেছিলেন ১৪ জন। তাদের মধ্যে ৭৭৯ ভোট পেয়ে ১ম অবস্থানে রয়েছেন সোহেল আক্তার। এরপর ৬৮৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আনোয়ার হোসেন। ৬৩৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সিরাজুল ইসলাম। ৬১৮ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন হোসাইন মো. তানিম তৌহিদ। ৫৯০ ভোট পেয়ে ৫ম অবস্থানে রয়েছেন ইদী আমীন ইব্রাহীম খলিল। ৫৮৩ ভোট পেয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন আশিক উজ জামান। ৫৬১ ভোট পেয়ে ৭ম অবস্থানে রয়েছেন সেলিম রেজা সিরাজী। ৫৫৬ ভোট পেয়ে ৮ম অবস্থানে রয়েছেন সজল কুমার রায় ।
এছাড়াও, এস এম শাহীন ৫১২ ভোট, বিপ্লব কুমার সাহা ৪৭৮ ভোট, আবদুল খালেক ৪৭৫ ভোট, জাহাঙ্গীর আলম ৪৫৩ ভোট, সামসুদ্দিন আহমেদ ৪৩৪ ভোট, সামসুদ্দিন আহমেদ ৪৩৪ ভোট ও মঈনুল হাসান ৪৩২ ভোট পেয়েছেন। সদস্য পদে ভোট বাতিল হয়েছে ১৭৬টি।
এবারের নির্বাচনে খালেদ হায়দার খান কাজলের সাথে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রাশেদ সারোয়ার, জিএম ফারুক এবং মাসুদ-উর-রউফ এবং এম সোলায়মান। আপীল বোর্ডের সদস্য হিসেবে ছিলেন, হুমায়ন কবির শিল্পী, ডা.শাহনেওয়াজ ও মঞ্জুরুল হক মঞ্জু।