ক্রোনি অ্যাপারেলসে ওয়েল্ডিংয়ের সময় বিস্ফোরণে ১৪ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রোনি অ্যাপারেলস পোশাক কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে বিস্ফোরণ কারখানার অন্তত ১৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কাশিপুর হাটখোলা ক্রোনি অ্যাপারেলস কারখানায় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মেহেদী হাসান (৩০), জাকির (২৬), কামরুল (৪০), মাহবুব (৩০), শফিক (২৮), সিকিউরিটি মনির (২৮), সামসু (৩২), রিপন (৩৪), রুবেল মিয়া (১৯), জিতু (৪০), পলাশকান্তি (৪২), মুকুল (৪২), মিঠুন (২৫) ও মুকুল (৪০)।

কামরুল হাসান নামে দগ্ধ এক ওয়েল্ডিং মিস্ত্রি জানান, তারা কয়েকজন মিস্ত্রি কারখানার ভেতর গেটের পাশে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। তখনই ওই সিলিন্ডারের সেই পাইপ ফেটে বিস্ফোরণ ঘটে। এতে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তেই আবার সেই আগুন নিভে যায়। তবে সেখান দিয়ে যাতায়াত করা কারখানাটির বিভিন্ন কর্মচারীরা সামান্য দগ্ধ হন।

পোশাক তৈরি কারখানাটির অডিট কর্মকর্তা মো. সাব্বির হোসেন জানান, ঘটনার পরপরই দগ্ধদের দ্রুত বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। সবাই কারখানাটির বিভিন্ন সেকশনে কাজ করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, সবারই মুখমণ্ডল, হাত, পাসহ শরীরের কিছু কিছু জায়গায় দগ্ধ হয়েছে। তবে কারও অবস্থাই এখন পর্যন্ত গুরুতর মনে হচ্ছে না। তাদের পর্যবেক্ষণে রেখে পরবর্তী অবস্থা সম্পর্কে বলা যাবে।

add-content

আরও খবর

পঠিত