নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী শুক্রবার বিকালে হাজীগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে পদক্ষেপ পাঠাগার ও সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান ক্লাব।
এসময় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীতায় সাংবাদিক শহীদ হোসেনের একমাত্র কন্যা ফাতেমা আক্তার নূর বিজয়ী পুরস্কার গ্রহন করেন।
আলহাজ্ব সেলিম আহমেদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা শাহাবুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, আবু রায়হান, আবু হাসান টিপু, আনোয়ার হোসেন মুক্তি, শাহিন হায়দার, সালাউদ্দিন, উজ্জল, আরিফুজ্জামান বাবু প্রমুখ।