ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক হত্যা, আটক ৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতু্ল্লায় রবিন (২০) নামে এক যুবককে পিটিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ফতুল্লা থানার মুসলিম নগর নয়া বাজারস্থ ওয়ালাটন শো রুমের সামনে ঘটনাটি ঘটে। জানা যায়, মুসলিমনগর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মুন্না (১৭), মো. শাওন (১৭), অনিক (১৭) বিল্লাল (৪০) নামক জনকে আটক করেছে। নিহত রবিন মুসলিমনগর এলাকার ঈমান হোসেনের ছেলে। তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকায় বিসিক শিল্প নগরীতে মামা শাহিনের খাবার হোটেলে কাজ করতেন।

প্রতক্ষদর্শীর বর্ননা মতে, নিহত রবিনসহ বেশ কয়েক নয়া বাজার ওয়ালটন শো রুমের সামনে একটি চায়ের দোকানে আড্ডা মারছিলো। এমন সময় ১৭/১৮ বছর বয়সীদের একটি দল চায়ের দোকান থেকে রবিনকে রাস্তায় নিয়ে যায়। সময় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তাদের সঙ্গে রবিনের তর্ক হয়। এক পর্যায়ে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে পিঠে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করে।

ডা. সাবিনা ইয়াসমিন জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রবিনের চাচা মনির হোসেন জানান, কি নিয়ে কার সঙ্গে বিরোধ হয়েছে তা কিছুই জানি না। খবর পেয়ে হাসপাতালে এসে রবিনের মৃতদেহ দেখেছি। রবিন তার বাবা মায়ের সংসারে একমাত্র ছেলে সন্তান। তার ছোট আরো দুই বোন রয়েছে। সে ফতুল্লার শাসনগাও এলাকায় বিসিক নগরীতে তার মামা শাহিনের খাবার হোটেলে কাজ করেন। বিকালে দেখেছি মাঠে সমবয়সী ছেলেদের সঙ্গে খেলা করছে রবিন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে।

add-content

আরও খবর

পঠিত