নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, শহরে জনমানুষের জীবনের নিরাপত্তার জন্য ক্রটিপূর্ণ গ্যাস সংযোগ মেরামত সহ বিশুদ্ধ পানি সরবরাহ করব। তল্লা বায়তুস সালাত জাম মসজিদে ত্রুটিপূর্ণ লাইনে লিকেজ হওয়ার ফলে যেই ট্র্যাজেডি সংঘটিত হয়েছে তা আমাদের জন্য স্মরণীয় ও বেদনাদায়ক হয়ে থাকবে। ৬ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় ১১নং ওয়ার্ডে মুফতি মাসুম বিল্লাহ হাতপাখার গণসংযোগকালে বায়তুস সালাত জামে মসজিদে গ্যাস বিস্ফোরণে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং উপর্যুক্ত কথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও. দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সহ প্রচার ও দাওয়া সম্পাদক ফাররুক হাওলাদার, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মুহা. আবুল বাশার খান, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মুহা. মোস্তফা তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।