নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ১২ আগস্ট শুক্রবার থেকে ওসমানী পৌর স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে, বাংলাদেশ ক্যারাতে ফেডারেশনের আয়োজনে এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কারতে তৃণমূল প্রতিভা বাছাই ও প্রশিক্ষণ শুরু হয়েছে। বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম ইসমাইল বাবুল, বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম চেঙ্গিস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য এস.এম আরিফ মিহির, ফিরোজ মাহমুদ সামা, কোচ মোস্তাফিজুর রহমান প্রমুখ। বাছাইয়ে প্রায় ৩২জন খেলোয়াড় অংশ নিচ্ছে।