নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : ফতুল্লা কাঠের পুল অঞ্চলে বে-আইনীভাবে বন্ধকৃত কারখানা ক্যাডটেক্স গার্মেন্টস লিঃ খুলে দেওয়া ও ছাঁটাই প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৬ জুলাই শনিবার সকাল ১১.৩০টায় বিকেএমইএ কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলনরত শ্রমিকদের নেতা আব্দুর রশিদ। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম.এ. শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির নেতা দুলাল সাহা, পোশাক কর্মী রুবিনা ও সাথী প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ক্যাডটেক্স কারখানার মালিক কোন কারণ ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্য গত ১১ জুলাই আনুমানিক রাত ৯টায় কারখানাটি ১৩(ক) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন। ঈদের ছুটির পর মঙ্গলবার সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগদান করতে গেলে কারখানার মূল ফটকে তালাবদ্ধ ও ২৫০জন শ্রমিকের ছাঁটাই নোটিশ ঝুলানো দেখতে পেয়ে শ্রমিকরা ক্ষুব্দ হয়। পরবর্তীতে ছাঁটাইয়ের তালিকা দীর্ঘ হয়ে ৩১০জনে দাড়িয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, কারখানার মালিক কোন কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে শ্রমিক ছাঁটাই করে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছেন। এতে কারখানায় কর্মরত ২৫০০জন শ্রমিকের রুটি রুজির পথ বন্ধ করে দিয়ে তাদের স্বার্থে আঘাত করা হয়েছে। অধিকার সচেতন শ্রমিকদের ছাঁটাই করে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যে কারখানাটি বন্ধ করেছে মালিক কর্তৃপক্ষ। উক্ত কারখানার সংকট সমাধানে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে শ্রমিক প্রতিনিধিদের দুই দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার পরও সমাধান হয়নি। যার ফলে শ্রমিকরা শনিবার সকালে চাষাড়া শহীদ মিনারে সমবেত হয়ে রাজপথে বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে। শ্রমিকরা বিকেএমইএর সামনে সমবেত হয়ে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করে। নেতৃবৃন্দ বলেন, কারখানার মালিককে ষড়যন্ত্রের পথ পরিহার করে শনিবারের মধ্যে আলোচনার মাধ্যমে কারখানা খুলে দিয়ে সকল শ্রমিকদের কাজে পুনঃবহাল রেখে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। দাবী না মানলে ১৭ জুলাই রবিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচী পালন করা হবে।