ক্যাডটেক্স গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা: শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি )  : ফতুল্লা কাঠের পুল অঞ্চলে অবস্থিত ক্যাডটেক্স গার্মেন্টস লিঃ কারখানার মালিক কতৃপক্ষ কোন কারণ ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে গত ১১ জুলাই আনুমানিক রাত ৯টায় কারখানাটি ১৩ (ক) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন। ঈদের ছুটির পর মঙ্গলবার সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগদান করতে গেলে কারখানার মূল ফটকে তালাবদ্ধ ও ২৫০জন শ্রমিকের ছাঁটাই নোটিশ ঝুলানো দেখতে পেয়ে শ্রমিকরা ক্ষুব্দ হয়। কারখানা গেটে জড়ো হওয়া বিক্ষুব্দ শ্রমিকরা কাঠের পুল মোড়ে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম.এ. শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও কারখানার শ্রমিকবৃন্দ। পরবর্তীতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করে প্রধান সড়ক প্রদক্ষিন করে বিকেএমইএ এর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ্ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম.এ. শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির নেতা দুলাল সাহা, কাঠেরপুল অঞ্চলের নেতা মুস্তাকিম, রাব্বি, কারখানার শ্রমিক রশীদ, সোনিয়া ও সাথী।

সমাবেশে বক্তারা বলেন, কারখানার মালিক কোন কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে শ্রমিক ছাঁটাই করে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছেন। এতে শ্রমিকদের রুটি রুজির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। উক্ত কারখানায় যে বায়ারের কাজ চলে সেই বায়ার সময়মত কাজ পাওয়ার কারনে ও ভালো কাজের জন্য শ্রমিকদের পুরস্কার স্বরূপ বোনাস দিয়ে থাকে। যার পরিমান মাথাপিছু ১০-১২ হাজার টাকা প্রায়, চলতি মাসের ২১ তারিখের মধ্যে উক্ত বোনাস প্রদানের কথা। সেই পাওনা ও পুরাতন, অধিকার সচেতন শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যে কারখানা বন্ধ করা হয়েছে। উক্ত সমস্যা সমাধানে বিকেএমইএ বরাবর লিখিত চিঠিতে অবহিত করা হয়েছে। যার প্রেক্ষিতে বিকেএমইএ সভাপতি উক্ত সংকট সমাধানে আশ্বস্ত করলে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করেন। নেতৃবৃন্দ কতৃপক্ষের এই অন্যায় সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে কারখানা খুলে দিয়ে সকল শ্রমিককে কাজে পুনঃবহাল রেখে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত