কৌতুক : স্ত্রীর জ্বালায় জীবন কেরোসিন !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) :  স্ত্রীর জ্বালায় জীবন কেরোসিন !

শ্রেণি কক্ষে বাংলা শিক্ষক আট লাইনের কবিতা লিখতে দিয়েছেন। এরপর বল্টু লিখেছে :
ছাগলের লেজ ছোট ছোট
কুকুরের লেজ বাঁকা,
ওই মেয়ে তোর চেহারাটা
দারুণ ঝাঁকানাকা।

মোটর সাইকেল দুই চাক্কা
ভ্যানের চাক্কা তিন,
বউর জ্বালায় সব স্বামীর
জীবন কেরোসিন !

add-content

আরও খবর

পঠিত