কোস্ট গার্ড কর্তৃক ৩ লাখ ৬০ হাজার টাকার জাটকা জব্দ

নারয়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পাগলা কোস্ট গার্ড স্টেশনের একটি টীম সোয়ারী ঘাটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২শত কেজি অবৈধ জাটকা জব্দ করেছে। ৭ ফেব্রুয়ারী বুধবার রাত ১১টায় টীম লিডার অফিসার মো. মাসুদ রানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জব্দকৃত জাটকাগুলো পরে নারায়ণগঞ্জ জেলা মৎস্য দপ্তরের মৎস্য জরিপ কর্মকর্তা শাহ মোহাম্মদ ফারুক হোসেনে কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। পাগলার কোস্ট গার্ড এর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট  এম এনায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

add-content

আরও খবর

পঠিত