কোর্ট-প্যান্ট পড়া ভদ্রলোক যাত্রী বেশে টাকা চুরি, অতপর আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মনির শেখ (৩৫) নামে এক যুবক পড়নে কোর্ট-প্যান্ট, দেখতে যে কোন বড় অফিসার অথবা ওষুধ কোম্পানী মার্কেটিং অফিসার কিংবা এরিয়া ম্যানেজারের মত মনে হয়। এমন বেশভূশ ধারণ করে অভিনব কৌশলে অটোরিক্সার যাত্রীর ব্যাগ কেটে ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকা নিয়ে পালিয়ে যাবার পথে হাতে নাতে আটক করে জনতা এর পর ওই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়। ২২ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা থানার রামারবাগস্থ নতুন স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে ঘটে এ ঘটনা। আটককৃত মনির শেখ বাগেরহাট জেলার সুন্দরগনা থানার মোসলেম শেখের ছেলে।

জানা যায়, ২২ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজর আব্দুল্লাহর ছেলে ওসমান গণি উজ্জল (২০) শিবু মার্কেটস্থ ইউসিবি ব্যাংক থেকে ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা উত্তোলন করে অটোরিক্সায় করে সাইনবোর্ড যাওয়ার পথে অটোরিক্সায় বসা যাত্রীবেশী চোর মনির শেখ ব্যাগ কেটে উত্তোলনকৃত টাকা নিয়ে স্টেডিয়াম গেইটে গিয়ে নেমে পরে। বিষয়টি টের পেয়ে টাকা বহনকারী উজ্জল অটোরিক্সা থেকে নেমে দৌড়ে গিয়ে যাত্রীবেশী টাকা চোরকে হাতে নাতে ধরে ফেলে।

এ বিষয় টাকা বহনকারী  উজ্জল জানায়, মিজমিজি দক্ষিণ পাড়াস্থ ইপিক ফুড ওয়্যারে কর্মরত রয়েছে। সে বৃহস্পতিবার দুপুরে শিবু মার্কেট ইউসিবি ব্যাংক থেকে ১ লাখ ৪৮ হাজার ৫শত৪০ টাকা উত্তোলন করে। সাইনবোর্ড যাবার উদ্দেশ্যে শিবু মার্কেট থেকে অটোরিক্সায় উঠে সাইনবোর্ড যাওয়ার জন্য। অটোরিক্সাটি স্টেডিয়াম গেইটের সামনে গেলে যাত্রীবেশী চোর সেখানে নেমে পরে। নামার সময় আটককৃত চোর রাস্তায় পরে যাবার ভান করে তার উপর পরে যায়। পরক্ষনেই যাত্রী বেশী চোর উঠে দাঁড়িয়ে রাস্তা পার হয়ে রিক্সায় চড়ে বসে। এসময়ের মধ্যে সে ব্যাগ কেটে ব্যাগে থাক ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকা নিয়ে নেয়। বিষয়টি টের পেয়ে সে দৌড়ে গিয়ে রিক্সা থেকে নামিয়ে চিৎকার করলে পাশে থাকা ডিএমপির একজন পুলিশ কর্মকর্তা তার সাহাযার্থে এগিয়ে এসে তাকে আটক করে ফতুল্লা থানা পুলিশকে সংবাদ দেয়। অবস্থা বেগতিক বুঝতে পেরে আটককৃত মনির শেখ টাকাগুলো রাস্তায় ফেলে দেয়। এর পর পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

add-content

আরও খবর

পঠিত