কোন ষড়যন্ত্রের কাছে আমরা যেনো পরাজিত না হই : আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রথমে বাইতুল আমানে আওয়ামী লীগ গঠনে সভা হওয়ার কথা থাকলেও তখন চলমান ১৪৪ ধারার কারনে সেটা পাইকপাড়া মিচুয়াল ক্লাবে করা হয়। এই নারায়ণগঞ্জ থেকেই ছয় দফা আন্দোলন শুরু হয়েছিলো। ১৯৭৫ সালের পর একেএম শামসুজ্জোহা চাচা, আমার পিতা আলী আহাম্মদ চুনকা মিলে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন। ২০০৩ থেকে আমি আপনাদের সেবা করছি। এবারো আমি নৌকা প্রতিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দয়া করে আমার জন্য দোয়া করবেন। আমি যেনো নৌকার সম্মান রাখতে পারি। কোন ষড়যন্ত্রের কাছে আমরা যেনো পরাজিত না হই। সকল বাধা দূর করে আগামী ১৬ জানুয়ারী আমরা নেত্রীকে নৌকা উপহার দিবো ইনশা আল্লাহ। ২৪ই ডিসেম্বর শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্কে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসকল কথা বলেন।

তিনি আরও বলেন, আমি কেন্দ্রীয় নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এখানে এসে নারায়ণগঞ্জবাসীকে সম্মানীত করেছেন। এই রাসেল পার্ক আমি করে দিয়েছিলাম আর এখানে প্রথম জনসভা বঙ্গবন্ধুর উদ্দ্যেশ্যে করা হলো। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার, এখান থেকেই আওয়ামী লীগ সংগঠিত হয়েছিলো। নারায়ণগঞ্জে আওয়ামীলীগের জন্ম। নারায়ণগঞ্জ রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষায়, সংস্কৃতিতে সবকিছুতে ঐতিহ্য বহন করে আসছে।

আইভী বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা আছে। তবে দলের স্বার্থে সবাই ছিলেন এক হয়ে কাজ করতে হবে। আমি সবাইকে আহ্বান করবো, নেতৃত্বের প্রতিযোগিতা থাকলে থাকুক কিন্তু জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ করবো, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবো, নৌকার আওয়ামীলীগ করবো। কোনো ভাইয়ের, বোনের, চাচার আওয়ামী লীগ করবো না, আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি।

বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নাসিক নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহার সঞ্চালনায় সমাবেশে  আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমদ হোসেন, এবিএম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি, সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, আরজু রহমান ভূঁইয়া, মিজানুর রহমান বাচ্চু, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত