কোন ধর্মই মানুষ হত্যার স্বীকৃতি দেয়নি : খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ঠাকুরবাড়ি স্বপ্নপূরণ যুব সংগঠনের উদ্যোগে ৩য় বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ মার্চ (শুক্রবার) বাদ আছর হতে মধ্য রজনী পর্যন্ত নাসিক ২১ নং ওয়ার্ড শাহী মসজিদ এলাকাস্থ ফাযিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে এ ওয়াজ অনুষ্ঠিত হয়।

ওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। এসময় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে স্বপ্নপূরণ যুব সংগঠনের যুবকদের উদ্দেশ্যে খান মাসুদ বলেন, পিতা-মাতার সাথে কখনই বেয়াদবি করবেনা তাদের প্রতি বেশি যতœবান হবে। মনে রাখবে পিতা-মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত তাদের সাথে সব সময় ভালো আচরণ করবে। আর এলাকার মুরুব্বিদের দেখলে সালাম দিবে এবং সম্মানের সাথে কথা বলবে।

তিনি আরও বলেন, কোন ধর্মই মানুষ হত্যার স্বীকৃতি দেয়নি আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। নিউজিল্যান্ডে ক্রাইস্টচর্চারে মসজিদের ভিতর যে বরবর সন্ত্রাসী হামলা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

হাজী মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ কনের, সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, হযরতুল আল্লামাহ ড.সাইয়্যেদ শাহ্ মোহাম্মদ হুজ্জাতুল্লাহ নকশাবন্দী। এছাড়া ওয়াজ মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম, শেখ মমিন, মো. সানি, হোসেন, রতন সরকার নিলয়, মো. রাজু আহমেদ, মোখলেছ, নুরুজ্জামান, মো. নছির, সাদ্দাম, সোহাগ, স্বপ্নপূরণ সংগঠনের মো. শেখ অনিক, মো. নিবির, মো. রাজিব, এম এস মাসুদ রানা, মো. জুয়েল, আবু তাহের, মো. বিল্লাল প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত