কোন ধরনের অপরাধীকে ছাড় দেয়া হবে না : অতি. পুলিশ সুপার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় থানা ভবনের সামনে এই আয়োজন করা হয়। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সূধী সমাজ, শিক্ষক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

থানা ভবনের সামনে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), টি এম মোশাররফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মাহিন ফরাজী, রূপগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন আল মামুন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসের টিটু, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মকবুল হোসেন ও সদস্য সচিব রাসেল মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে টি এম মোশাররফ হোসেন বলেন, মাদক নির্মূলে জনপ্রতিনিধি সহ সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী, ভূমি দস্যু কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকান্ড সহ কোন ধরনের অপরাধীকে ছাড় দেয়া হবে না।

add-content

আরও খবর

পঠিত