কোন অজুহাতেই যেন সাগর হত্যাকারীরা ছাড় না পায়- আবু হাসান টিপু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (প্রেস বিজ্ঞপ্তি ) : জোবায়দা টেক্সটাইল ও স্পিনিং মিলের শ্রমিক সাগর বর্মনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কমিটির অন্যতম নেতা ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু।

তিনি বলেন, জোবায়দা টেক্সটাইল ও স্পিনিং মিল কর্তৃপক্ষ অত্যন্ত নির্মম, নিষ্ঠুর ও পৈশাচিকভাবে কাজে অবহেলার অজুহাতে মাত্র ১০ বছরের শিশু সাগর বর্মনকে পায়ু পথে কমপ্রেসার মেশিন দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যা করে মধ্যযোগীয় বর্বরাতেও হার মানিয়েছে। কোন অজুহাতেই এই মানুষরূপী নরঘাতকরা যেন ছাড় পেয়ে না যায় সেদিকে সরকারসহ সংশ্লিষ্ট প্রসাশনকে খেয়াল রাখতে হবে। এবং অবিলম্বে গ্রেফতার করে ঐ সকল হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।

২৫ জুলাই সোমবার সকালে কাঁচপুরে শ্রমিকনেতা পরিতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টির মাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিকনেতা শহিদুল আলম নান্নু, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির নেতা সালমা আক্তার সুমি, শ্রমিক নেতা মোক্তার হোসেন, তোফাজ্ঝল হোসেন প্রমূখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত