কোনো মাদকের স্পট থাকবে না : এসপি জায়েদুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, এ জেলায় কোনো মাদক বিক্রেতার স্থান হবে না। এখানে কোনো মাদকের স্পট কিংবা মাদকের আস্তানা থাকবে না। মাদক নিয়ে কেউ কোনো ধরনের চিন্তা করে থাকলে সতর্ক হয়ে যান। ২৯ই জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের মাদক হাট নামে পরিচিত চাঁনমারি বস্তি উচ্ছেদকালে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

মাদকের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, জেলা জুড়ে আমাদের পুলিশ কাজ করছে। কোথাও কোন মাদকের স্পট থাকতে দেয়া হবেনা। এখানে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলতো। মাদক কারবারিদের গ্রেফতার, সাজা দেয়া, বন্দুক যুদ্ধের মতো ঘটনাও এখানে ঘটেছে। মাদক বিক্রেতারা এই এলাকাটিকে বেছে নিয়েছিল মাদকের হাট হিসেবে। প্রায় ২০০ শতাংশ জমি এখানে ছিল অবৈধ স্থাপনা। আমরা এটিকে উচ্ছেদ করেছি এবং সড়ক ও জনপদকে বলেছি তাদের জমিতে যেন দ্রুত তারা সীমানা প্রাচীর নির্মাণ করেন, যেন কেউ আর এখানে অবৈধ স্থাপনা করতে না পারে।

ওই সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান, ট্রাফিক ইনচার্জ কামরুল ইসলাম বেগ সহ জেলা পুলিশের কর্মকর্তা এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ।

add-content

আরও খবর

পঠিত