কোনভাবেই দখলমুক্ত হচ্ছেনা সিরাজদৌল্লাহ সড়ক!

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কোনভাবেই হকারদের কাছ থেকে দখলমুক্ত হচ্ছে না সিরাজদৌল্লাহ সড়ক। নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক হলেও এ সড়কটির দুইধারেই এখন তাদের রাজত্ব। ফুটপাতই নয়, সড়কের উপর দখল করেই নানা পন্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। এমন চিত্রই দেখা যায় শহরের কালিবাজার থেকে শুরু হয়ে ১নং রেলগেট পর্যন্ত সিরাজদৌল্লাহ সড়কটি।

অথচ এ সড়কের পাশেই রয়েছে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এবং নারায়ণগঞ্জ কলেজের মত দুইটি ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ। সড়ক দখল করে তাদের পণ্য বেচাকিনায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। প্রতিনিয়তই স্কুল-কলেজে আগত ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠানে আসতে পথিমধ্যে নানাভাবে বাধাগ্রস্থ হচ্ছে। সৃষ্টি হচ্ছে র্দীঘ যানজট। তাছাড়াও এ পথে রয়েছে টিএন্ডটি অফিস, লঞ্চ ঘাট, বাস টার্মিনাল, নাারয়ণগঞ্জ সদর মডেল থানা সহ সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ কলেজে পড়–ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রত্যেকটাদিন সন্তানকে কলেজে দিতে এসে ভোগান্তিতে পড়তে হয়। একতো এই (নারায়ণগঞ্জ কলেজ সংলগ্ন) সড়কটি খুবই সরু। তারমধ্যে এই সড়কের অর্ধেকই দখল করে রেখেছে কাপড় ব্যবসায়ী ও হকাররা। তাদের এই দখলের কারণে সৃষ্টি হয় যানজটের। যানজট থেকে রেহাই পেতে রিক্সাও এখন অপ্রয়োজনীয়। সর্বশেষ প্রন্থা তা হলো হেঁেট চলা, এখন সেটাতেও ব্যর্থ। কারণ হাঁটাচলার সেই জায়গাটাও এখন দখলে নিয়েছে অবৈধ ব্যবসায়ীরা।

add-content

আরও খবর

পঠিত