নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লক্ষ ৭৯ হাজার ৫ শত ৪৫ ভোট পেয়ে টানা ২য় বারের মত নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান এবং বন্দরের যে ইউনিয়ন ও নাসিকে এর যে ওয়ার্ড সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে সে ইউনিয়ন ও ওয়ার্ডের জনগণের উন্নয়নের স্বার্থে ব্যক্তিগত অর্থায়ন থেকে বিশেষ একটি বরাদ্দ দেয়া হবে বলে পূর্বেই তিনি ঘোষণা দিয়ে রেখেছিলেন।
সে মোতাবেক তার বিজয়ে সোমবার (৩১ ডিসেম্বর) বন্দরের সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শোকরানা ও দোয়া মাহফিলের এক অনুষ্ঠানে বন্দরের ৫টি ইউনিয়নের মধ্যে মুছাপুর ইউনিয়নাবাসী তাকে সর্বোচ্চ সংখ্যক ভোট দেয়ায় অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেনকে ও নাসিক ২৭নং ওয়ার্ডের জনগণ নাসিকের (বন্দরের) ৯টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট দেয়ায় অত্র ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলকে ১ কোটি টাকা করে, দুই জনপ্রতিনিধিকে তাদের নির্বাচিত এলাকার উন্নয়নের জন্য মোট ২ কোটি টাকা ব্যক্তিগত অর্থায়ন থেকে বরাদ্দ দেবার ঘোষণা দেন সেলিম ওসমান। এ খবরে উক্ত ২ জনপ্রতিনিধি ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় এবং নির্বাচিত এলাকার উন্নয়নে এ বরাদ্দের ঘোষনায় তারা এমপি সেলিম ওসমানকে জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।