নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ শহরে অবৈধভাবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কোচিং বাণিজ্যের অপরাধে জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমি (নিটা) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ঠা নভেম্বর সোমবার দুপুরে শহরের চাষাঢ়া কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে নিটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক। অবৈধভাবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির কোচিং বাণিজ্য এবং ল্যাব তৈরি করে সেখানে ওষুধ সংরক্ষণসহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা: মো. ইমতিয়াজের সামনে নিটার পরিচালক ও প্রতারক অহিদুল ইসলাম ভূইয়া ভ্রাম্যমান আদালতকে বলেন, সিভিল সার্জনের সাথে কথা বলে মেডিকেলে ও এলএমএএফে ভর্তি করিয়েছে। এ সময় উপস্থিত সিভিল সার্জন নিজের পরিচয় দিলে ভুল হয়েছে বলে ক্ষমা চান প্রতারক অহিদুল ইসলাম ভূইয়া। নিটা কম্পিটার প্রশিক্ষন কেন্দ্র হলেও অবৈধ পন্থায় বিভিন্ন ধরনের ঔষধ স্টক করে রাখে। মেহেদী হাসান টিটু নামে লোক কম্পিউটারের নিয়মিত ক্লাস না নেয়ার অভিযোগ করেন নিটার বিরুদ্ধে।
জানা যায়, শহরের তোলারাম কলেজ সংলগ্ন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র (নিটা) দীর্ঘদিন যাবত কম্পিউটার, মেডিকেল, এলএমএএফ নামে প্রশিক্ষণ দেয়ার কথা বলে ছাত্র-ছাত্রী ভর্তি করে আসছিল। কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করলে ইউএনও এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নিটাতে গিয়ে অভিযোগের সত্যতা পান।
এছাড়া অভিযানকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে ওষুধ সংরক্ষণ করা ছিল। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক নিটার প্রতারক ও পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ, ড্রাগ আইনে মৃত মোঃ আলী ভূইয়ার পুত্র অহিদুল ইসলাম ভূইয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতের জন্য সর্তক করে দেন।
এদিকে নিটার পরিচালক অহিদুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, নিটার নামে কিছু লিখবেন না। প্রশান্তি হেলথ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের মালিক এম রহমান মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করেছেন। আমার এখানে ল্যাব ব্যবহার করতো। উনি চলে গিয়ে আমাকে ফাঁসিয়ে গেছেন। আমি রহমানের নামে অভিযোগ করবো।
স্থানীয় সূত্র জানায়, অনুমোদন না থাকা সত্ত্বেও কলেজ রোড শাখায় জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমির আড়ালে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির জন্য কোচিং বাণিজ্যসহ নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে নিটা। সোমবার দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক বলেন, নিটা হলো জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমি। অথচ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কোচিং বাণিজ্য চালাচ্ছে তারা। তাদের এসবের কোনো অনুমোদন নেই । পাশাপাশি অনুমোদনহীন ল্যাব তৈরি করে ওষুধ সংরক্ষণ করা হয়। যা পুরোপুরি অবৈধ। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ ইমতিয়াজ, জেলা ড্রাগ সুপার ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.জাহিদুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্ববধায়ক স্বপন কুমার দেবনাথ, স্যানিটারী ইন্সপেক্টর শাহজাহান হাওলাদার প্রমুখ।