নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : জেলার গন্ডি পেরিয়ে কেন্দ্রীয় কমিটিতে এবার সভাপতি হিসেবে নেতৃত্ব দিতে চলেছেন মেহনতি শ্রমিকের নেতা কাউসার আহমেদ পলাশ। এবারই প্রথমবারের মত সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ পদে নির্বাচনে অংশ নিয়েই ভোটরদের কাছে যোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। বর্তমানে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবেও।
এরইমধ্যে নব-নির্বাচিত সভাপতি হিসেবে শপথ গ্রহন করেছেন শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশসহ সকল নেতৃবৃন্দ। রবিাবার শপথ বাক্য পাঠ করিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। এরপরই সৌজন্য সাক্ষাত করতে ছুটে চলে যান স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল, শ্রম প্রতিমন্ত্রী মুন্নু জাহান সুফিয়ানসহ অন্যান্য নেতাদের কাছে।
জানা গেছে, কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করতে তিনি নেতাদের কাছ থেকে দিক নির্দেশনা নিয়েছেন। কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা শেষে সাংগঠনিক পরার্মশ নেন তিনি। সেই পরার্মশ অনুযায়ী প্রধানমন্ত্রীর আহ্বানে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আগামীতে বলিষ্ঠ নেতৃত দিতে কাজ করে যাবেন কাউসার আহম্মেদ পলাশ।
এ বিষয়ে কথা হলে তিনি জানান, মন্ত্রী মহোদায়সহ সকলেই সড়কের নিয়ম মেনে চলার বিষয়ে তাগিদ দিয়েছেন। তাছাড়া যানবাহনগুলি যেন যত্রতত্র সড়কে না রাখে সে বিষয়ে কথা বলেন। উনারা জানিয়েছেন সংগঠনকে শক্তিশালী করে দেশের স্বার্থে কাজ করার জন্য। এতে যেকোন সহযোগীতায় উনারা পাশে থাকবেন। এছাড়াও শ্রমিকদের মান উন্নয়নে আমাকে সার্বিকভাবে সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। সবমিলিয়ে আমি উনাদের দিক নির্দেশনাগুলো পালনে কাজ করবো। সারাদেশে একটি আধুনিক ও সু-শৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তোলতে আমি দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।
উল্লেখ্য, নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হন কাউসার আহমেদ পলাশ। গত ১৫ ফেব্রুয়ারী বুধবার দিবাগতরাত সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের এম পি মিলনায়তনে পুনরায় ভোট গণনা শেষে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি।
জানা গেছে, বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন রেজি নং বি ১৬৬৫ এর কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ট্রাক প্রতিক নিয়ে ৮৪ ভোট বেশি পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬৮৯৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম তাজু তালগাছ প্রতীক নিয়ে ৬৮১৫ ভোট পেয়েছেন। এরাআগে তিনি দেশের বেশীরভাগ ইউনিয়নের অফিস পরিদর্শন করে ভোট প্রার্থনা করেছেন। চষে বেড়িয়ে পেয়েছেন ভোটারদের সমর্থন।