নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ফরাজীকান্দাস্থ হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অটিজম সেবায় জনগনের সম্পৃক্ততার গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা, কেক কাটা ও অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর কন্যা সদ্য প্রয়াত সাবিকুন নাহার সাবিলার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। হাসিনা অটিজম চাইল্ড কেয়ার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
মুখ্য আলোচক হিসেবে আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সাংসদ ও প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সেলিম ওসমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিবন্ধী শিশু-কিশোররা আমাদেরই সন্তান, তাদের দরকার সবার ভালবাসা।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী শিশু-কিশোদের প্রতি সহমর্মিতা নিয়ে সেবার উদ্দেশ্য জনগনের সার্বিক সম্পৃক্ততাই প্রতিবন্ধীদের সেবায় মুখ্য ভূমিকা পালন করবে।
হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুল কমিটির উপদেষ্ঠা বিশিষ্ট সমাজ সেবক আজিজুল ইসলাম বাবু, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মো. মিলন, আবদুল মান্নান মেম্বার, সামসুল নয়ন, সোনারগাঁও উপজেলার জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, আনন্দধামের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, যুগ্ম মহাসচিব বাবু শ্যামল দত্ত, পরিচালক বৃন্দের মধ্যে সর্বজনাব মাকসুদ হিটু, রাজা মিয়া, অমর মন্ডল প্রমুখ।