কেউ যদি অপকর্ম করে তার দায়ভার আ.লীগ নেবেনা : ভিপি বাদল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : কেউ যদি অপকর্ম করে তার দায়ভার আ.লীগ নেবেনা মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল) বলেছেন, বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনা ক্লান্তিহীন এক যোদ্ধা। ঘুমহীন নেত্রী দিন-রাত অতন্দ্র প্রহরীর মত দেশের জন্য কাজ করে চলেছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উন্নয়নে ব্যাপক কাজ করছেন কিন্তু কেউ যদি দলের নাম ব্যবহার করে অপকর্ম করে এবং দায়িত্বে থেকে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে তার দায়ভার আওয়ামী লীগ নেবেনা।

২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বন্দরের নবীগঞ্জ কবিলের মোড়ে নারায়ণগঞ্জ মহানগর জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে করোনায় আক্রান্ত, করোনায় শহীদ ও ১৫ই আগস্টের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ্যাডভোকেট আবু হাসনাত মো.শহিদ বাদল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দারা রাজধানী ঢাকার চেয়ে বেশী ট্যাক্স দিচ্ছে কিন্তু কাঙ্খিত সেবা পাচ্ছেনা। যে কাজ করলে নৌকা তথা আওয়ামী লীগের সুনাম বাড়বে সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। করোনা দুর্যোগকালীন সময়ে ওসমান পরিবারের সকলে মানবতার কল্যাণে ব্যাপকভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আজ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ যাতে তাদেরকে দ্রুত সুস্থ করে তোলেন। তার পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা সহ অসুস্থদের জন্য দোয়া কামনা করছি।

নারায়ণগঞ্জ মহানগর জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রবিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আকরাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির মৃধা, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল কাউন্সিলর, জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. কামরুজ্জামান বুলেট, সমাজসেবক খোকন ভেন্ডার, বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হুসাইন, জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

তাছাড়া এ সময় জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা রোমান হোসাইন, মাজহারুল হক খোকন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জুয়েল ভূঁইয়া, এডভোকেট জাহাঙ্গির আলম, আবুল হাসনাত জনি, আমির হোসেন, তাজউদ্দিন আহম্মেদ, আলমগীর হোসেন, লাইক সিদ্দিকি বাবু, মাইনুল হোসেন, রবি মিয়াজি, মোস্তফা কামাল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম সহ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়ার মাধ্যমে সমস্ত মুসলিম উম্মাহর জন্য রহমত প্রত্যাশা করা হয়।

add-content

আরও খবর

পঠিত